সোমনাথ মুখার্জী,জামুরিয়া :- জামুরিয়া থানার অন্তর্গত কেন্দা এলাকায় পরিত্যক্ত ইসিএল এর একটি খনিতে কারখানার দূষিত ছাই দিয়ে ভর্তি করার বিরুদ্ধে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি জামুরিয়ার কেন্দা খোলা মুখ খনির ডি পয়েন্টের।প্রশাসন এবং নেতাদের একাংশের মদতে এই দূষিত ছাই ভরাট হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ ।
স্থানীয়দের অভিযোগ এই খোলা মুখ খনি তৈরি হওয়ার সময় ই সি এল কর্তৃপক্ষ ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়েছিল। গ্রামবাসীদের কে দেওয়া সেই প্রতিশ্রুতি রাখতে পারেনি ইসিএল কর্তৃপক্ষ। গত তিন মাস ধরে এলাকার স্পঞ্জ আয়রন কারখানার পরিত্যক্ত দূষিত ছাই ভরাট করতে থাকায় এলাকায় দূষণ বাড়ছে। বহু মানুষের ত্বকের সমস্যা দেখা দিয়েছে। স্থানীয় নেতা ও প্রশাসনকে বলে কোন লাভ হয়নি বলে বিক্ষোভকারী গ্রামবাসী নিমাই দাঁ ও কাজল গোপ দের দাবি।
অবিলম্বে এই ছাই ভরাট করা বন্ধ করতে হবে বলে বিক্ষোভকারীরা দাবি করে। বিক্ষোভকারীরা জানান ঠান্ডা ঘরে বসে ইসিএল আধিকারিক,কারখানা কর্তৃপক্ষ, শাসক দলের নেতা ও প্রশাসন গ্রামের মানুষদের কথা ভাবছেন না। সমস্যায় পড়তে হয়েছে গ্রামের মানুষদের এলাকার পুকুর দূষিত হয়ে গেছে।
কেন্দা গ্রামবাসী নিমাই দাঁ অভিযোগ করেন এই ছাই হাওয়াতে উড়ে এসে ঘরে খাবারে এমনকি পুকুরে ও পড়ে যাচ্ছে। যার ফলে গ্রামের মহিলারা স্নান করতে প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছেন । এলাকায় চামড়ার রোগ দেখা দিচ্ছে। নিমাই বাবু অভিযোগ করেন কিছু স্থানীয় নেতা কে টাকা পয়সা দিয়ে গায়ের জোরে ইসিএল কর্তৃপক্ষ ও কারখানা কর্তৃপক্ষের হয়ে কাজ করছে।
নিমাইবাবু জানান মাটি দিয়ে ভরাটি করলে তাদের কোন অসুবিধা নেই। এই বিষয়ে ইসিএল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গ্রামবাসীদের দাবি অবিলম্বে ছাই দিয়ে ভরাট বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।