তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কলকাতার রেড রোড থেকে আজ দুপুর ১২টা ৫০মিনিটে কাঁকসা কৃষক বাজারের সুফল বাংলার হাবের ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরেই কাঁকসার কৃষক বাজারে সবুজ পতাকা দেখিয়ে ৮ টি চলমান সবজির গাড়িকে কাঁকসার বিভিন্ন গ্রামের উদ্যেশ্যে পাঠানো হয়।
কাঁকসার বৃন্দাবনপুর সংলগ্ন কৃষক বাজারে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক, দুর্গাপুরের মহকুমা শাসক ,এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহসভাধিপতি সমীর বিশ্বাস, কাঁকসার বিডিও পর্না দে,পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা।
জানা গেছে এই কৃষক বাজারের হাব থেকে টাটকা সবজি নিয়ে উপভোক্তাদের বাড়ির সামনে দোর গোড়ায় পৌঁছে যাবে চলমান বাজার। এবং উপভোক্তারা স্বল্পমূল্যে কাঁচা সবজি ক্রয় করতে পারবেন।কাঁকসায় সুফল বাংলার হাব উদ্বোধন হওয়ায় খুশি কৃষকরা।