তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- নেতাজির মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানালেন বিজেপির কর্মী সমর্থকরা।সোমবার সকালে কাঁকসা হাট তলায় নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি ভ্রমণ শর্মা, এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা দু'নম্বর মন্ডলের বিজেপির সভাপতি ইন্দ্রজিৎ ঢালী, পরিতোষ বিশ্বাস, অভিজিৎ চন্দ্র সহ কাঁকসা দু'নম্বর মন্ডলের বিজেপির কর্মী সমর্থকরা।
বিজেপি কর্মীরা জানিয়েছেন তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস। দলের নির্দেশ মতো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস পালন করে নেতাজির চিন্তাভাবনা সকলের সামনে তুলে ধরা হয়।নেতাজিকে সন্মান জানানোর পাশাপাশি আজ সারা দিন বিজেপির পক্ষ থেকে নানান কর্ম সূচি গ্রহণ করা হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে।