সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- আবাস যোজনা তদন্তে বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের গলসিতে দিনভর ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের দুই সদস্য। বুধবার জেলার মেমারি ২ নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় যান কেন্দ্রীয় প্রতিনিধিরা।আর বৃহস্পতিবার প্রতিনিধি দলের দুই সদস্য গলসি ১ নম্বর ব্লকের বুদবুদ ও উচ্চগ্রাম পঞ্চায়েত এলাকায় তদন্তে যান।
তবে যাওয়ার পথে দুই কেন্দ্রীয় প্রতিনিধি মনোজ কুমার ও প্রদ্যুম্ন কুমার কর পথ অবরোধের সম্মুখীন হন।ঘন্টা খানেক অবরোধে তারা আটকে ছিলেন গলসির ২ নম্বর জাতীয় সড়কের গলিগ্রাম মোড়ে।
দিনের শেষে তারা যান উচ্চগ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রামে। তদন্তে শেষে প্রদ্যুম্ন কুমার কর বলেন, আমরা সব দেখলাম। এখন কিছু বলতে পারবো না।তথ্য পেলাম।এর বেশী কিছু বলতে অস্বীকার করেন তিনি।