সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য দুই চালক কে গ্রেফতার করলো কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ।ধৃত দুই চালকের নাম বিহারের বাসিন্দা নীতিশ কুমার ও দুর্গাপুরের বাসিন্দা মনু রায়।ধৃত দুই জনকে আজ ভোর রাত্রে কাঁকসার আন্ডার পাশ এলাকায় পানাগড় মোড় গ্রাম রাজ্য সড়কের উপর থেকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশের সন্দেহ হলে লরি আটকে ওই দুই চালককে মেশিনের দ্বারা পরীক্ষা করলে দুই চালককে মদ্যপ অবস্থায় পায় পুলিশ।ধৃত দুই চালককে গ্রেফতার করার পাশাপাশি আটক করা হয়েছে দুটি লরি।