সংবাদদাতা ,পূর্ব বর্ধমান:- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল দুজন বাইক আরোহী।ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর দুটো নাগাদ পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের ওপর কাঁকসার মিনি বাজার এলাকায়।
জানা গেছে একটি মোটরসাইকেলে দুজন আরোহী পানাগড়ের দার্জিলিং মোড় আসার পথে দাঁড়িয়ে থাকা একটি বালি বোঝায় লরির পেছনে ধাক্কা মারে।দুর্ঘটনায় আহত হয় দুই মোটরসাইকেল আরোহী।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে আহত দুই মোটরসাইকেল আরোহী কে পানাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
আহতরা হলেন শেখ হাসিবুল এবং আবুবকর মিদ্যা।আহত দুই মোটরসাইকেল আরোহীর বাড়ি বুদবুদের দেবশালা অঞ্চলে।
আহত দুই মোটরসাইকেল আরোহীর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায়।তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়।