সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- দিদির সুরক্ষা কবজ কর্মসূচিকে সামনে রেখে সোমবার দুপুর ১২টা নাগাদ পানাগড়ের রেলপারে তৃণমূলের সভা অনুষ্ঠিত হলো।
এদিন সভায় উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য্য, ব্লকের যুব নেতা কুলদীপ সরকার, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের কিষান ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য,কাঁকসা ব্লকের বঙ্গজননী বাহিনীর সভা নেত্রী স্বপ্না বৈদ্য,কাঁকসা ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী দেবযানী মিত্র সহ তৃণমূলের বিভিন্ন সংগঠনের ব্লকের নেতৃত্বরা।
ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য্য জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিদির সুরক্ষা কবজ কর্মসূচি কে সামনে রেখে আগামী দিনে রাজ্যের যে সমস্ত উন্নয়ন মূলক প্রকল্প আছে সেই সমস্ত প্রকল্প সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে।
লিফলেট বিলি সহ দিদির দুৎ রা বাড়ি বাড়ি সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবে।সেই কর্মসূচি কিভাবে সফল হবে সেই বিষয় নিয়ে তারা দলীয় কির্মীদের নিয়ে বৈঠক করার পাশাপাশি প্রতিটি এলাকার কর্মীদের হাতে দিদির সুরক্ষা কবজের কিৎ তুলে দেওয়া হয়।