তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল তিনজন। ঘটনাটি ঘটেছে পানাগড় সেনা ছাউনির ৩নম্বর গেট সংলগ্ন দু নম্বর জাতীয় সড়কের উপর।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে।দুর্ঘটনার জেরে দু নম্বর জাতীয় সড়কে আসানসোল গামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পরে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্ষিরা জানিয়েছেন একটি ছোট গাড়ি বর্ধমান থেকে আসানসোল যাওয়ার পথে কোনো লরি ওই ছোট গাড়িটির পিছনে ধাক্কা মারলে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টো দিকে ঘুরে যায়।গাড়িতে ৩জন আরোহী ছিলো।