তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় আহত হলো এক টোটো চালক।ঘটনাটি ঘটেছে পানাগড় মোড় গ্রাম রাজ্য সড়কের হাসপাতাল মোড়ের কাছে।
জানা গেছে বীরভূম থেকে একটি কন্টেনার কলকাতা যাওয়ার জন্য পানাগড় বাইপাশের সার্ভিস রোড ঢোকার মুখে উল্টো দিক থেকে আসা একটি টোটো কে ধাক্কা মারলে উল্টে যায় টোটো। আহত হয় টোটো চালক। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়।
দুর্ঘটনার জেরে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।পুলিশ দুর্ঘটনাগ্রস্থ টোটো অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।