তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- বিদ্যুৎ দপ্তরের অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ সূত্র মারফত খবর পেয়ে বিদ্যুতের খুঁটির লোহার সরঞ্জাম চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো তার বাড়ি থেকে।
মঙ্গলবার রাত্রে ওই যুবককে কাঁকসা থানার পুলিশ তার বাড়ি থেকে গ্রেফতার করে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম কাঞ্চন বাউরী। ধৃত কাঞ্চন বাউরি কাঁকসার রক্ষিতপুর এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গেছে গত কয়েক মাস ধরে কাঁকসার বিভিন্ন জায়গা থেকে বিদ্যুতের খুঁটির লোহার পাত চুরি যাচ্ছিল।
কাঁকসা থানার পুলিশের কাছে বিদ্যুৎ বন্টন দপ্তরের আধিকারিকরা অভিযোগ জানালে।অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ তদন্তে নেমে সূত্র মারফত খবর পেয়ে মঙ্গলবার রাত্রে হানা দিয়ে কাঞ্চন বাউরীকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
ধৃত ব্যক্তি পুলিশের জেলায় চুরির ঘটনার কথা স্বীকার করে।ধৃতকে আজ মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।