নীলেশ দাস, আসানসোল:- আসানসোলের সরস্বতী প্রতিমা ভিন রাজ্যে পাড়ি দিল। আসানসোলের মহিষীলার কুমোরটুলির সরস্বতী প্রতিমা। বুধবার এই দৃশ্য দেখা গেল আসানসোলের স্টেশনে। জানা গিয়েছে আসানসোলের প্রতিমা। বাংলার সরস্বতী প্রতিমা ঝাড়খণ্ডের বিশেষ চাহিদা।
দামে কম প্রতিমা দেখতে সুন্দর। তাই আসানসোল থেকে কিনে নিয়ে যাচ্ছে ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্তে। তাই নিজের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিল সরস্বতী প্রতিমা।এদিন ট্রেনে করে ঝাড়খণ্ডের জসিডি সহ বিভিন্ন এলাকায় প্রতিমা নিয়ে যাওয়া হয়েছে।