সোমনাথ মুখার্জি , অন্ডাল : দক্ষিণখন্ড গ্রামের শিব মন্দির আদারে তোলা পাড়ার নবজাগরণ সংঘের সরস্বতী পুজো এবার পড়ল ২৫ বছরে । সাবেকী পুজোর বদলে এবার সেখানে আয়োজন করা হয়েছে থীম পুজোর ।
মন্ডপ তৈরিতে কাপড়ের পাশাপাশি ব্যবহার করা হয়েছে থার্মোকল, কাগজের ঘুড়ি, লাটাই সহ আরো অনেক কিছু । থার্মোকলের কাট আউটে কাগজ কেটে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ছবি ।
ক্লাব সম্পাদক পাপু কুন্ডু জানান ছোটদের মোবাইল আসক্তি ও পড়াশুনোর চাপ কমানোর বার্তা দেওয়া হয়েছে থিমের মাধ্যমে ।
ক্লাব সভাপতি শম্ভুনাথ কুন্ডু জানান ছোটরা এখন মোবাইল ও পড়াশোনায় বন্দি । প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে তাদের শৈশব । এসব থেকে শিশুদের মুক্ত করে তাদের শৈশব ফিরিয়ে দেওয়া উচিত । থিমের মাধ্যমে সেই বার্তাই দেওয়া হয়েছে বলে জানান তিনি ।