তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস।প্রজাতন্ত্র দিবসের আগে বুধবার সন্ধ্যা থেকে গোটা পানাগড় বাজারে চিরুনি তল্লাশি শুরু করল কাঁকসা থানার পুলিশ।
এদিন কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি সন্দীপ চট্টরাজের নেতৃত্বে কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী পানাগড় বাজার, পানাগড় বাজারের স্টেশন রোড, এবং পানাগড় স্টেশনে রুটমার্চ করার পাশাপাশি তল্লাশি অভিযান চালায়।
পানাগড় স্টেশনের যাত্রীদের ব্যাগ তল্লাশি করার পাশাপাশি পানাগড় বাজারের বাস যাত্রী দের এবং পানাগড় বাজারের পুরাতন জাতীয় সড়কের উপর যে সমস্ত যানবাহন চলাচল করে সেই সমস্ত যানবাহনে তল্লাশি শুরু করে কাঁকসা থানার পুলিশ।
মূলত পানাগড় বাজারের এক প্রান্তে রয়েছে পানাগড় বায়ুসেনা ছাউনি, অপর প্রান্তে রয়েছে পানাগড় সেনা ছাউনি। স্বাভাবিকভাবেই ২৬ শে জানুয়ারির দিন পানাগড়ে যাতে কোনরকম নাশকতামূলক ঘটনা না ঘটে তাই বুধবার সন্ধ্যা থেকে পানাগড়ের সমস্ত প্রবেশের রাস্তায় নজরদারি শুরু করে পুলিশ।