সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমানের গাংপুরের স্বস্তিপল্লীতে শুভেন্দু অধিকারীর পালটা শাসকদলের সভায় এসে বিজেপিকে একহাত নিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এদিন তিনি বলেন রাজ্যে বেআইনি গাড়ি বন্ধে আরো কঠোর হবে প্রশাসন। এদিন তিনি ছাড়াও বক্তব্য রাখেন রাজ্যের শিল্প ও নারীকল্যাণ মন্ত্রী শশী পাঁজা।
বিজ্ঞাপন:- AIS 140 GPS TRACKER এর ডিলারশিপ এর জন্য যোগাযোগ করুন :- 79037 42316 / 62949 76213 |
এদিনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্নেহাশিস চক্রবর্তী যা বলেন তা হলঃ
১) গঙ্গাসাগরের মেলার জন্য পরিকাঠামো তৈরি করছে। অনেক মানুষ আসছে। সেই সময় একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিজেপি গঙ্গা আরতির নাটক করছে।( গঙ্গা আরতি কান্ড নিয়ে)।
২) কুণাল আর দেবের কোনো দ্বন্দ্ব নেই। ওটা পরিবারের ব্যাপার৷ আর মিঠুন যে নিজের টি আর পি নিয়ে বলছেন ওটাও ফিল্মের ব্যাপার।রাজনৈতিক বিষয় নয়। ফিল্ম ফিল্মের মত চলবে।( সিনেমা বিতর্ক সংক্রান্ত)
৩) বাংলায় ১ কোটি ৪৩ লক্ষ গাড়ি চলে। ফিটনেস ফেল হলে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে।এগুলো আইনত নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ( কাটোয়ায় বাস দুর্ঘটনায় মৃত্যু প্রসঙ্গে)
৪)অ্যাক্সিডেন্ট হয় ফিটনেস না থাকলে।আইন ভাঙার মানুষের অভাব নেই সরকারি গাড়িও ফিটনেস ছাড়া চলবে না৷ বে আইনি গাড়ি ধরা হবে। তবে মানুষকে সচেতন হতে হবে।