সংবাদদাতা ,পূর্ব বর্ধমান:- রাতের অন্ধকারে ১১টি সাবমারসিবেলের লাইন বিচ্ছিন্ন সহ গ্রামের ইলেকট্রিক লাইন কেটে দিল দুষ্কৃতিরা।মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার চারটি গ্রামে এই ঘটনা ঘটে।খণ্ডঘোষের বড় গোপীনাথপুর, শংকরপুর, আদিপুর এবং তোরকোন গ্রামের মোট ১১ টি সাবমারসিবলের তার কেটে নিয়েছে দুস্কৃতিরা।
বিজ্ঞাপন:- AIS 140 GPS TRACKER এর ডিলারশিপ এর জন্য যোগাযোগ করুন :- 79037 42316 / 62949 76213 |
কৃষকরা অভিযোগ জানানোর পর ঘটনার তদন্তে নামেন খণ্ডঘোষ থানা পুলিশ এবং সেহারাবাজার ইলেকট্রিক দপ্তর অর্থাৎ খণ্ডঘোষ কাস্টমার কেয়ার সেন্টার।সামনেই বোরোচাষের মরশুম। তাই এখন জমি তৈরির কাজ চলছে।পাশাপাশি বোরোধানের বীজতলা ও রবিফসলের জমিতেও সাবমাসিবেল চালিয়ে জল দেওয়া হচ্ছে।
কিন্তু মঙ্গলবার রাতে এলাকার পাশাপাশি চারটি গ্রামের মোট ১১ টি সাবমাসিবেল পাম্পের তার সহ বিভিন্ন যন্ত্রপাতি চুরির ঘটনায় স্থানীয় কৃষকরা সমস্যায় পড়েছেন। জামালপুরের বিধায়ক অলোক মাঝির দাদা শ্যামাপদ মাঝির সাবমাসিবলে সেটের তার ও যন্ত্রাংশ চুরি হয়েছে। সামনেই বোরোধান চাষ শুরু হবে।এই ঘটনায় কার্যত মাথায় হাত এলাকার চাষীদের।