Type Here to Get Search Results !

তৃণমূল কংগ্রেসের আন্দোলনে জেরে হকার উচ্ছেদ বন্ধ করলো রেল দপ্তর



সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- তৃণমূল কংগ্রেসের  আন্দোলনে জেরে হকার উচ্ছেদ বন্ধ করলো রেল দপ্তর। বুধবার বর্ধমান কাটোয়া রেলশাখারবলগোনা রেলস্টেশন চত্বরে হকার উচ্ছেদের ঘোষণা করা রেল কর্তৃপক্ষের তরফে।কিন্তু বুধবার সকাল থেকেই  প্রতিবাদে নামে তৃণমূল কংগ্রেস।পূর্ব বর্ধমানের ভাতারের বলগোনা রেলস্টেশন চত্বরে ১০৫ টি হকার রয়েছে।তারা দীর্ঘ ৩০-৩৫ বছর ধরে ব্যবসা করে আসছে এই রেলটেশন সংলগ্ন এলাকায়।

বিজ্ঞাপন:- AIS 140 GPS TRACKER এর ডিলারশিপ এর জন্য যোগাযোগ করুন :-  79037 42316 / 62949 76213







প্রতিবাদ মিছিল করা হয় পরে  রেল আধিকারিকের  কাছে স্মারকলিপি দেওয়া হয়।তৃণমূল কংগ্রেসের দাবি অবিলম্বে হকারদের পুণর্বাসন করতে হবে তবেই এই হকার উচ্ছেদ করা যাবে।






উপস্থিত ছিলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তনু কোনার, ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসির সভাপতি পাপাই পাসারি, নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী, ও বলগোনা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad