তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- সেভেন্থ আর্মড ফোর্সেস ভেটেরান্স ডে পালিত হলো পানাগড় সেনা ছাউনিতে।
এদিন অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। পানাগড় সেনা ছাউনির সেনা আধিকারিকরা,পানাগড় বায়ু সেনা ছাউনির সেনা আধিকারিকরা সহ বিশিষ্ট জনেরা।
এদিন দেশাত্ব মূলক গান এবং নৃত্যের পাশাপাশি একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এছাড়াও প্রাক্তন সেনা কর্মীদের সম্মান জানানোর পাশাপাশি অনুষ্ঠানে যুদ্ধে নিহত সেনা জবাবদের পরিবারদেরকেও সম্মান জানানো হয়।