সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- গভীর রাতে দু'টি শোরুমে জানালার রড কেটে প্রায় চার লক্ষ টাকা চুরি। সিসি ক্যামেরায় ধরা পড়লো চুরির দৃশ্য। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শনিবার।
বর্ধমান শহরের ১৬ নম্বর ওয়ার্ডের মিরছোবা দক্ষিণ এলাকায় শুক্রবার গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। শহরের উপর দিয়ে যাওয়া ২ নম্বর জাতীয় সড়কের ধারে একটি ব্যাটারি শোরুম ও একটি টায়ারের শোরুমে এই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে।
দোকানে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে দুই দুস্কৃতি দোকানের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন জিনিসপত্র তন্নতন্ন করে খুঁজছে। দু'জনেরই মুখ খোলা অবস্থায় রয়েছে।
টায়ারের শোরুমের মালিক শ্রীকান্ত পাল জানাচ্ছেন, রাত আড়াইটা নাগাদ দুস্কৃতিরা জানালার রড কেটে ভিতরে ঢোকে। তারা অপরিচিত। তার শোরুম থেকে প্রায় দু'লক্ষ টাকার মত ক্যাশ নিয়ে চম্পট দিয়েছে দুস্কৃতিরা।
পাশের ব্যাটারির শোরুমের কর্মচারী তুষার মিত্র জানান, তাদের এখান থেকেও দু'লক্ষাধিক টাকা লুট হয়েছে । এখানেও জানালা কেটে দুস্কৃতিরা ভিতরে প্রবেশ করেছে। শনিবার সকালে শোরুমগুলি খোলার পর বিষয়টি সামনে আসে।
ঘটনার তদন্তে আসে বর্ধমান থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে বর্ধমান থানার পুলিশ। শহরের ভিতর এভাবে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।