তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- পানাগড়ের বি এস এন এল অফিসে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটলো।সোমবার গভীর রাতে অফিসে ঢুকে দুই বিএসএন এল কর্মীকে বেঁধে রেখে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর অফিসের তালা ভেঙে লুটপাট চালায় ডাকাত দল। ডাকাত দল চম্পট দিতেই কোনো মতে হাতের বাঁধন খুলে পুলিশকে খবর দেওয়া হলে ভোর রাতে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
এর পরেই কাঁকসার ভিবিন্ন এলাকায় পুলিশ কর্মীদের খবর দেওয়া হলে ভোর বেলায় পুলিশ ১১মাইল এলাকায় গাড়িটিকে ধাওয়া করে ধরতে পারলেও ডাকাত দলের কাউকে ধরতে পারে নি পুলিশ।মঙ্গলবার সকালে অফিস খুলতেই ডাকাতির ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।ঘটনার তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ।