তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- পরিবেশের সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচয় করানোর জন্য নেচার ক্যাম্প অনুষ্ঠিত হলো কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি ইকো ট্যুরিজম পার্কে।
ক্যাম্পে কোলকাতার বিভিন্ন নামি স্কুলের ১৪৭ জন পড়ুয়া অংশ নেয়।পাশাপাশি পড়ুয়াদের অভিভাবকেরাও উপস্থিত ছিলেন এই ক্যাম্পে।
বিজ্ঞান মঞ্চের উদ্যোগে পড়ুয়াদের বিভিন্ন উদ্ভিদের সাথে এবং অজয় নদের গতিপথ সম্পর্কে বোঝানোর জন্য এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উদ্যোক্তারা জানিয়েছেন মূলত কোলকাতা শহরে ফাঁকা জায়গায় টেলিস্কোপের মাধ্যমে আকাশের বিভিন্ন তারার সাথে পড়ুয়াদের পরিচয় করানো সম্ভব হয়ে ওঠেনা। কারণ শহর অঞ্চলে তেমন খোলা জায়গা নেই।
এছাড়াও শহরাঞ্চলে সেই সমস্ত উদ্ভিদও নেই যেগুলি গ্রামে দেখা যায়।যার জন্যই কাঁকসার বনকাটি এলাকায় নেচার ক্যাম্পের আয়োজন করা হয়। যেখানে পড়ুয়াদের পাশাপাশি তাদের অভিভাবকেরাও বিভিন্ন উদ্ভিদের সাথে পরিচিত হন।
রাতের আকাশে টেলিস্কোপের মাধ্যমে বিভিন্ন তারার সম্পর্কে জ্ঞান অর্জন করার পাশাপাশি প্রকৃতির সাথে পরিচিত হন পড়ুয়ারা।
এছাড়াও কাঁকসার দেউল সংলগ্ন গড় জঙ্গলে প্রাচীন যুগের বহু নিদর্শন আজও বর্তমান। তাই পরিবেশের সাথে প্রাচীন ইতিহাস সম্পর্কে পড়ুয়াদের শিক্ষা অর্জন করার উদেশ্য নিয়েই কাঁকসায় ক্যাম্পের আয়োজন করা হয়েছে।