তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- লোহার স্ক্রাপ আয়রন পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কাঁকসা থানার পুলিশ।
রবিবার গভীর রাত্রে কাঁকসার বামুনাড়া এলাকা থেকে বিধান আকুড়ে নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বাড়ি কাঁকসার সিলাম পুর এলাকায়।
ধৃত ব্যক্তিকে সোমবার দুপুর নাগাদ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তি বামুনাড়া এলাকা দিয়ে বস্তায় ভরে স্ক্রাপ আয়রন পাচার করছিল। পুলিশের টহলরত ভ্যানের পুলিশকর্মীরা দেখতে পেয়ে তাকে আটকে জিজ্ঞাসাবাদ করার সময় তার কথায় অসংগতি দেখে তাকে গ্রেফতার করে পুলিশ।ধৃতকে আজ মহকুমা আদালতে পেশ করে পুলিশ।