তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- কাঁকসার বৃন্দাবনপুরে ধান কিনতে এসে ধানের ওজন করার মেশিনে রিমোটের দ্বারা কারচুপি করার ঘটনায় ধৃত ৪ জনকে সোমবার ৬দিনের পুলিশি হেফাজতের পর আজ ফের মহকুমা আদালতে পেশ করলো কাঁকসা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত চারজনের নাম শেখ ইকবাল হক, বাসুদেব বাগদি, বাবু বাগদি, এবং সন্ন্যাসী বাগদি।ধৃত চার জনকে গত ডিসেম্বর মাসের ২৭ তারিখে মহকুমা আদালতে পেশ কাঁকসা থানার পুলিশ। মহকুমা আদালতের বিচারক ধৃতদের ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
আটক করা হয় একটি ছোট লরি, এবং ধানের ওজন করার মেশিন।জানা গেছে গত ২৬ তারিখে কাঁকসা থানার অন্তর্গত বৃন্দাবনপুরে কৃষকদের কাছ থেকে ধান কিনতে আসে ফোরের দল।
ধান ওজনের সময় ডিজিটাল ওজনের মেশিনে রিমোটের মাধ্যমে ওজনের হেরফের করার সময় কৃষকরা হাতে নাতে ধরে ফেলেন তাদের।
ফোরের দলকে গাছে বেঁধে রাখার পর কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।রাতেই ৪জনকে গ্রেফতার করে গত ২৭ তারিখে মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।