তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পানাগরড় গ্রাম মোড়ের কাছে পুরাতন জাতীয় সড়কের উপর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একটি ছোট গাড়ি পানাগড় থেকে দুর্গাপুর যাওয়ার পথে পানাগড় গ্রাম মোড়ের কাছে এক পথচারীকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে।
দুর্ঘটনার সময় আহত সন্দীপ মুন্ডা নামের পানাগড়ের বাসিন্দা রাস্তা পারাপার করছিলেন,সেই সময় ঘটে দুর্ঘটনাটি।খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। আটক করা হয়েছে ঘাতক ছোট গাড়িটিকে। গাড়ির চালক ও খালাসি পলাতক।