তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- গত কয়েকদিন ধরে প্রবল শীত পড়েছে কাঁকসায়।কখনো ৬ডিগ্রি আবার কখনো ৭ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে তাপমাত্রার পারদ।শীতের আমেজে রবিবার ছুটির দিনে পরিবারের সদস্যদের নিয়ে পিকনিকে মেতে উঠলেন মানুষ।
রবিবার ছুটির দিনে কাঁকসার দেউল পার্কে পিকনিক করতে ভিড় জমালেন মানুষ।যে চিত্র দেখা যায় ২৫শে ডিসেম্বর কিংবা বছরের প্রথম দিনে সেই চিত্র ধরা পড়লো রবিবার।দেউল পার্কে যাতে কোনোও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই আগে থেকেই বাড়তি সতর্কতা নিয়েছে কাঁকসা থানার পুলিশ।
গোটা এলাকায় নজরদারির পাশাপাশি অজয় নদের পাড়েও নজরদারি রাখা হয়েছে।পিকনিক করতে আসা মানুষেরা জানিয়েছেন একদিকে শীতের আমেজ তার সাথে রবিবার ছুটির দিন হওয়ায় মানুষ ভিড় জমিয়েছেন পরিবার নিয়ে পিকনিক করার জন্য।