তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- নিত্যদিন চুরির ঘটনা ঘটছে পানাগড় বাজারের রেলপাড় ট্যাঙ্কি তলায়।কখনো টোটোর ব্যাটারি চুরি হোচ্ছে কখনো মন্দিরে চুরির ঘটনা ঘটছে।গত কোয়েকদিন ধরে রেলপাড়ের ট্যাঙ্কি তলায় সরকারি খরচে লাগানো সোলার লাইট থেকে ব্যাটারি চুরির ঘটনা ঘটে।ইতিমধ্যে মোট ৮টি ব্যাটারি চুরি হয়েছে বলে জানিয়েছেন এলাকার মানুষ।
রবিবার এই ঘটনার জেরে রেলপার জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার মানুষ।এলাকার মানুষের অভিযোগ একের পর এক চুরির ঘটনা ঘটছে কিন্তু অপরাধীরা এখনো ধরা পড়ছে না।এলাকায় চুরির ঘটনায় পুলিশি প্রহরা ও নজরদারির দাবি জানিয়েছেন এলাকার মানুষ।
পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস জানিয়েছেন রেল পাড়ের ট্যাঙ্কি তলা এলাকাতেই তিনি বসবাস করেন।চুরির ঘটনার খবর পেয়েই তিনি পুলিশকে আবেদন করেছেন এলাকায় যাতে পুলিশি টহল বাড়ানো হয়।তবে ঘটনাটি অত্যন্য নিন্দনীয়।সাধারণ মানুষের সুবিধার জন্য সোলার ল্যাম্প লাগানো হয়েছিলো।সমস্ত ল্যাম্পের ব্যাটারি চুরি হয়ে যাওয়ার ফলে সন্ধ্যা থেকে গোটা এলাকা অন্ধকারে ডুবে যাবে।