নীলেশ দাস,কুলটি:- কুলটি থানার অন্তর্গত বিসিসিএল এর দামাগোড়িয়া খোলামুখ কয়লা খনির হাজলাপিঠ মাঝিপাড়া সাইডের খোলা মুখ খনি এলাকায় কয়লা কাটতে গিয়ে চাল ধসে বিপত্তি। চাল ধসে যাওয়ার কারণে বেশ কয়েক জন চাপা পড়ে আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে অনুমান! ঘটনাস্থলে উপস্থিত খনি কর্তৃপক্ষ ।
তবে খনিকতৃপক্ষ এই বিষয়ে কিছু বলতে চাইনি ।অন্যদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে কুলটি থানার পুলিশ। তবে এই ঘটনায় কুলটি এলাকায় আবার যে অবৈধ কয়লার কারবার শুরু হয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা। তবে এই বিষয়ে স্থানীয় ১৭ নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার লালন মেহেরা জানিয়েছেন, 'এলাকায় গরীব মানুষ বেরোজগারি রয়েছে। তবে যে পরিমান কয়লা তারা উত্তোলন করে তা যৎসামান্য। আসলে কোলিয়ারি ম্যানেজমেন্ট সিআইএসএফ ও তৃণমূল নেতাদের যোগসাজোশে এখানে কোটি কোটি টাকার কয়লার অবৈধ কারবার চলছে। চাল ধসে যাওয়ার জায়গায় ডোজিং করলেই জানা যাবে কতজন চাপা পড়েছে।'
অন্যদিকে কুলটি যুব তৃণমূলের নেতা বিমান দত্ত জানিয়েছেন,'কয়লা রাস্ট্রীয় সম্পত্তি। তার রক্ষনাবেক্ষনের জন্য কেন্দ্রীয় বাহিনী আছে। তারা তাহলে কী করছে? আসলে কয়লার অবৈধ কারবার বিজেপিই করছে। তৃণমূল দৃঢ়তার সাথে ও পুলিশ প্রশাসন তার প্রতিরোধ ও বাধা দেওয়ার চেষ্টা করছে। বিজেপির স্থানীয় বিধায়ক ও যুব নেতার সাথেই রাতদিন থাকা আর যাদব নামের ব্যক্তি গোরু পাচারের কারবারে জড়িয়ে আছেন বলে অভিযোগ করেন ।তাই বিজেপি পাগলের প্রলাপ না বকে নিজের ঘরের দিকে নজর দিক।'