Type Here to Get Search Results !

কাটোয়ার বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই



বিজ্ঞাপন:- AIS 140 VLTD DEVICE এর  ডিলারশীপের জন্য যোগাযোগ করুন :- 62949 76213 / 79037 42316

সংবাদদাতা,পূর্ববর্ধমান:- রবিবার পূর্ব বর্ধমানের কাটোয়ায় বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই। দুর্ঘটনাস্থলেই একজনের মৃত্যু নাম। তার নাম মৃত্যুঞ্জয় সরকার(৪৬)। বাড়ি কাটোয়ার বিকাইহাটে।






সোমবার সকালে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তরুণ দাস(৩৭) নামে আর এক বাসযাত্রীর মৃত্যু হয়।কাটোয়ার মুলোটি গ্রামে তার আদি বাড়ি।বর্তমানে কোপা গ্রামে বসবাস করতেন তিনি।  এখনো দু'জন বাসযাত্রী চিকিৎসারত আছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad