তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বছরের প্রথম দিনেই রবিবার সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে গেলো সমগ্র কাঁকসা ও পানাগড় বাজার।কুয়াশার জেরে সমস্যা দেখা দেয় যান চলাচলে।রবিবার সকাল থেকেই ঘন কুয়াশার জেরে দু নম্বর জাতীয় সড়কের পানাগড় বাইপাশে গাড়ির লাইট জেলেই চলাচল করতে হয় সমস্ত যানবাহন কে।
রবিবার সকাল 9টার পরেও দেখা মেলেনি সূর্যের। ঘন কুয়াশার কারণে পানাগড় স্টেশনের উপর দিয়ে ধীর গতিতেই চলে অধিকাংশ ট্রেন।স্থানীয়রা জানিয়েছেন এমনিতেই পানাগড় বাজারে প্রবল শীত অনুভূত হয় প্রতি বছর।রবিবারও প্রবল শীতের পাশাপাশি প্রথম বার ঘন কুয়াশায় ঢেকেছে গোটা এলাকা।