তনুশ্রী চৌধুরী, পানাগড়:- দিদির সুরক্ষা কবচ কে কটাক্ষ করলেন সাংসদ সৌমিত্র খাঁ।মঙ্গলবার বিকাল পাঁচটা নাগাদ দলীয় কর্মসূচি শেষ করে পানাগড়ে বিজেপির দলীয় কর্মীদের সাথে সাক্ষাৎ করেন সাংসদ সৌমিত্র খাঁ।
এদিন তিনি দিদির সুরক্ষা কবজ কে কটাক্ষ করে বলেন 'ওটা চোরের রানী মহারানীর রক্ষা কবজ। দুয়ারে চোর, চোরের লোগো, চোরেদের সুরক্ষা কবজ নিয়ে বের হচ্ছে।যেখানেই সুরক্ষা কবজের লোগো দেখা যাবে সেখানেই বুঝে নিতে হবে চোরের দল রয়েছে। গাড়িতে লোগো লাগানো থাকলে বুঝতে হবে গাড়িতে চোর আছে এবং বাড়িতে লোগো লাগানো থাকলে বোঝা যাবে সেই বাড়িতেই চোর আছে।। আসলে চোরেদের ভালো রাখার জন্য দিদি তাদের সুরক্ষা কবজ দিয়েছে।'
এদিন তিনি পানাগড়ে বলেন 'বন্দে ভারত ট্রেনে যারা পাথর ছুড়েছে তারা আর কেউ নয়।এর আগে যারা মুর্শিদাবাদ ,মালদা এবং ২৪ পরগনায় লুঙ্গি ড্যান্স করছিল সি এ এর বিরুদ্ধে তারাই বন্ধে ভারত ট্রেনে পাথর ছুড়েছে বলে দাবি তার।'