সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- মঙ্গলবার পূর্ব বর্ধমানের গলসি ২ নম্বর বিডিও অফিসে ডেপুটেশন কর্মসূচি ছিল আবাস যোজনার বাড়ি নিয়ে। আর এখানেই 'বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতির নামে থানায় গণ এফআইআর করার নির্দেশ ' দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এখানে উল্লেখ্য সদ্য প্রকাশিত আবাস যোজনা তালিকায় জেলার একমাত্র গলসি ২ নম্বর ব্লকের কোন উপভোক্তার নাম নেই আবাস যোজনার তালিকায়।
বিজেপির বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ব্লক অফিসে ডেপুটেশন দেওয়ার পর বলেন, 'গলসি ২ নম্বর ব্লকের বিডিও 'উলঙ্গ বিডিও' বলে কটাক্ষ করেন।'ডেপুটেশন মঞ্চ থেকে তিনি প্রশ্ন তোলেন, 'যেখানে গোটা দেশে কেন্দ্রীয় সরকার আবাস প্লাস যোজনায় মানুষের বাড়ির ব্যবস্থা করছে সেখানে গলসি ২ নম্বর ব্লকে কোন মানুষ কেন বাড়ি পাবে না। এটা বিডিওর অপদর্থতা, ও স্থানীয় তৃণমূল নেতাদের অপদর্থতা। তার জন্য গলসি ২ নম্বর ব্লকের ৭ টি পঞ্চায়েতের গরিব মানুষ বঞ্চিত হয়েছেন। গোটা রাজ্যে মোট ৩৪৫ টি ব্লক আছে, তার মধ্যে বিডিও ও পঞ্চায়েত সমিতির অপদার্থ ও অযোগ্যতার জন্য এখানে আবাস যোজনার তালিকায় কারো নাম আসে নি। '
'গলসি ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতিকে 'বালি 'ও 'কয়লা খাচ্ছেন' বলে কটাক্ষ করেন। অন্যদিকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে' মাফিয়া' বলে কটাক্ষ করেন সৌমিত্র খাঁ। তিনি বলেন,আর কেউ অনুব্রতের নাম কেউ মুখে আনবেন না।'