তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতিকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।ধৃত দুই জনের নাম বিকাশ বাউরি ও মানা বাউরি।ধৃত দুই জনেরই বাড়ি কাঁকসার গোপালপুর এলাকায়।ধৃত দুই জনকে মঙ্গলবার মহকুমা আদালতে পেশ করলো কাঁকসা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে সোমবার গভীর রাত্রে ধৃত দুই জন কাঁকসার বামুনাড়া থেকে গোপালপুর যাওয়ার পথে দুষ্কৃতী মূলক কাজের উদ্যেশ্যে জড়ো হয়েছিলো।সূত্র মারফত খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ হানা দিয়ে দুই জনকে ধরে ফেলে।ধৃতদের কাছ থেকে ধারালো অস্ত্র,একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে কাঁকসা থানার পুলিশ।