সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ডাকাত দল।ডাকাতির ছক বানচাল করল বর্ধমান থানার পুলিশ। মঙ্গলবার ভোরে বর্ধমান শহরের ২নম্বর জাতীয় সড়কের অঞ্জিরবাগান এলাকায় থেকে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। দলের বাকিরা পালিয়ে গেলেও ধরা পরে ডাকাতির উদ্দেশ্য জোর হওয়া পাঁচজন।
তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র ও দুটি গুলি সহ লোহার রড়, লাঠি। ধৃতদের মধ্যে দেবরাজ হাসানি মহারাষ্ট্র মুম্বাইয়ের বাসিন্দা,কিন্তু কর্মসূত্রে বর্ধমানে থাকছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ, মঙ্গলবার ভোরে বর্ধমান শহরের ২নং জাতীয় সড়ক সংলগ্ন আঞ্জিরবাগান এলাকায় হানা দিলে দেখে প্রায় ১৫জন জোরো হয়েছে ডাকাতির উদ্দেশ্যে। পুলিশ দেখে বাকিরা পালালেও পাঁচজন ধরা পরে বর্ধমান থানার পুলিশের হাতে। তাদের কাছে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।
ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। তাদের মধ্যে দেবরাজ, সন্তোষ চৌধুরী ও শেখ সরিফ কে সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।