সংবাদদাতা, পণ্ডবেস্বর:- পাণ্ডবেশ্বর দিদির দূত প্রকল্পে বাড়ি বাড়ি প্রচারে সাংসদ সত্রুঘ্ন সিনহা। দিদির স্বপ্নের প্রকল্পগুলি মানুষের কাছে বাস্তবায়িত করার লক্ষ্যে গত 2 রা জানুয়ারি কলকাতা নজরুল মঞ্চে ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
আগামী পঞ্চায়েত ভোটের আগেই সেই নির্দেশ অনুসারে নেমে পড়লেন পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্ব। তারই সূচনা লগ্নে আজ পাণ্ডবেশ্বর এর বহূলা অঞ্চলের জামবাদ বেনেডি এলাকায় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহিত বাড়ি বাড়ি মানুষের কাছে পৌঁছালেন সাংসদ শত্রুগ্ন সিনহা।
দিদির সুরক্ষা কবজ এই কর্মসূচিকে সামনে রেখে পাণ্ডবেশ্বর এর শুরু হল জোড় কদমে বাড়ি বাড়ি প্রচার অভিযান। মাননীয়া মুখ্যমন্ত্রীর প্রত্যেকটি জনমুখী প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য এই অভিযানের।
প্রথমে জাম্বাদ বেনেডি এলাকায় একটি জনসভা করা হয়। তারপর সেই এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে তারা প্রচার সারলেন।