সংবাদদাতা, দুর্গাপুর:- দিদির সুরক্ষা কবজ নিয়ে জনসংযোগ যাত্রায় কর্মসূচীতে বিধায়কদের পর এবার উদ্যোগী হলেন ব্লক স্তরের প্রতিনিধিরা।
শুক্রবার দুর্গাপুর ৩নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ভীমসেন মন্ডল দুর্গাপুরের মুচিপাড়ায় তৃণমূলের দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেন।
2 রা জানুয়ারি কলকাতায় নজরুল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় কর্মী সভায় নির্দেশ দিয়েছিলেন , ' দিদির সুরক্ষা কবজ' জনসংযোগ যাত্রায় প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবেন তৃণমূল কর্মীরা ।দুয়ারে সরকারের সরলীকরণের মাধ্যমে প্রতিটি বাড়িতে পৌঁছাতে উদ্যোগী তারা।
3343 টি গ্রাম পঞ্চায়েত 125 টি শহরাঞ্চল এর 2 কোটি পরিবারের কাছে পৌঁছনো এবং রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধার পাইয়ে দেওয়া এর মূল উদ্দেশ্য।তৃণমূল স্তরের প্রতিনিধিরা পৌঁছে যাবেন প্রতিদিন সমস্ত এলাকায়। করবেন রাত্রিবাস, শুনবেন মানুষের কথা।
পঞ্চায়েত ভোটের আগে সরকারী প্রকল্পের আওতা থেকে যেন একজনও বাদ না পড়েন এটাই উদ্দেশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সাংবাদিক বৈঠকে এই সমস্ত বিষয় তুলে ধরেন ভীমসেন মন্ডল।