সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- উষ্ণতা বাড়তেই ঘনকুয়াশায় ঢাকলো পূর্ব বর্ধমানের আউশগ্রাম ও ভাতারের বিভিন্ন জায়গা।শনিবার ভোর থেকে কুয়াশার দাপট শুরু হয়।বেলা বাড়তেই কুয়াশার ঘনত্ব বাড়ায় যানবাহন চলাচলের ক্ষেত্রে সমস্যা হয়।গাতির গতি শ্লথ হয়ে যায়। এমনকি বন্দেভারত এক্সপ্রেসও ধীর গতিতে চলছে। রেলপথের পাশাপাশি সড়কপথেও একই অবস্থা।