তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- শনিবার সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে গেল গোটা দুর্গাপুর ও পানাগড়।কুয়াশা এতটাই ঘন ছিল যে সকাল ১১ টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। দু'নম্বর জাতীয় সড়কের উপর গাড়ির লাইট জেলে গাড়ি চালাতে হয় চালকদের।ঘন কুয়াশার জেরে ট্রেন চলাচলেও বিগ্ন ঘটে।
পানাগড়ের বাসিন্দারা জানিয়েছেন গত দুদিন ধরে শীত তেমন নেই। গরম কিছুটা বারার পর হঠাৎ শনিবার সকাল থেকেই কুয়াশায় ঢেকে যায় গোটা এলাকা। বেলা যত বাড়তে থাকে ততই ঘন হতে থাকে কুয়াশা।