তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার শেরপুরে দলীয় কর্মীর বাড়িতে নিশি যাপন কর্মসূচি করার পর। শনিবার সকাল ৯ টায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করেন তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী।
উজ্জল চ্যাটার্জী জানিয়েছেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের কর্মীরা দিদির রক্ষা কবজ কর্মসূচির মাধ্যমে বাড়ি বাড়ি প্রচার অভিযান শুরু করবেন আজ থেকেই।
তারা কিভাবে এলাকায় প্রচার শুরু করবেন সেই বিষয়ে কর্মীদের সাথে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি এদিন দিদির সুরক্ষা কবজ কর্মসূচির অনুযায়ী শনিবার সকালে শের পুরে গ্রাম পরিদর্শনে বের হন তৃণমূল কর্মীরা ও তৃণমূলের জেলা নেতৃত্ব। গ্রামের মানুষদের সাথে কথা বলে এলাকার মানুষের সুবিধা অসুবিধার কথাও শোনেন তারা।