সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- উড়ালপুলের দাবীতে পূর্ব বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের গলিগ্রামে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়।অবরোধে আটকে পড়েন আবাস যোজনার তদন্তে আসা দুই কেন্দ্রীয় প্রতিনিধি দল।উড়ালপুলের দাবীতে বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দা ও স্কুলের ছাত্রছাত্রী অবরোধে সামিল হয়।
স্থানীয়দের দাবী, উড়ালপুলের দাবীতে গতবছর আগষ্ট মাস থেকে তারা আন্দোলন করছেন। কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ তাদের দাবী কোনভাবেই মানছে না।আন্দোলনকারী গ্রামবাসীদের দাবী, এখানে গলিগ্রাম, উচ্চগ্রাম, বনসুজাপুর সহ বেশ কয়েকটি স্কুল আছে।
তাছাড়াও, গলিগ্রাম গুসকরা মোড়টি এলাকার একটি জংশন। ওই জায়গায় উড়ালপুল খুবই প্রয়োজন। তাদের দাবী, এখানে প্রতিদিনই পথ দুর্ঘটনার কবলে পড়ছেন স্থানীয়রা। বিগত দিনে বহু মানুষ পথ দুর্ঘটনায় মারা গেছেন বলে জানাচ্ছেন তারা। অবরোধের জেরে আটকে পরে বহু যানবাহন। প্রায় পয়তাল্লিশ মিনিট পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ ওঠে।