সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমানের কাটোয়ায় বাস দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের এই তৎপরতা মঙ্গলবারও দেখা গেল।জামালপুরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাসের ছাদ কাটা হয়।পাশাপাশি বাস চালকদের সর্তক করা হয় তারা যেন কোন ভাবেই ছাদে যাত্রী না ওঠে। অভিযানে উপস্থিত ছিলেন এসডিপিও (দক্ষিণ) সুপ্রভাত চক্রবর্তী ও জামালপুর থানার ওসি রাকেশ সিং ছিলেন।
![]() |
বিজ্ঞাপন:- AIS 140 GPS TRACKER এর ডিলারশিপ এর জন্য যোগাযোগ করুন :- 79037 42316 / 62949 76213 |