তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- দিদি সুরক্ষা কবজ কর্মসূচিকে সামনে রেখে তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার বুদবুদে তৃণমূলের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন গলসির বিধায়ক নেপাল ঘোড়ুই।এদিন অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন গোলসি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অনুপ চ্যাটার্জী, তৃণমূল নেতা পরেশ পাল সহ পঞ্চায়েতের সদস্যরা এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা।
দিদির সুরক্ষা কবজ কর্মসূচি কে? সামনে রেখে আগামী পঞ্চায়েত নির্বাচনে বাড়ি বাড়ি প্রচার শুরু করবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা।সেই কর্মসূচিতে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প গুলি তুলে ধরা হবে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের কর্মী সমর্থকরা কিভাবে বাড়ি বাড়ি প্রচার করবেন সেই বিষয়ে তৃণমূল কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিধায়ক দাবি তোলেন আগামী পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের জন্যই তৃণমূল বিপুল ভোটে জয়ী হবে।