তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বেআইনিভাবে বালি বোঝাই করে পাচারের সময় বালি বোঝাই ট্রাক্টর আটক করল কাঁকসা থানার পুলিশ।কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে আজ ভোররাত্রে কাঁকসার বাঁশ কোপা এলাকায় ট্রাক্টর টি বালি বোঝাই করে পানাগড়ের দিকে আসার সময় পুলিশ কর্মীদের সন্দেহ হলে গাড়িটিকে আটকাতে গেলে। পুলিশকে দেখে ট্রাক্টর ছেড়ে পালিয়ে যায় ট্রাক্টরের চালক।
কাঁকসা থানার পুলিশ ট্রাক্টর টিকে আটক করে নিয়ে যায় থানায়।ট্রাক্টরের মালিকের সন্ধান চালাচ্ছে কাঁকসা থানার পুলিশ।তবে এই ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা তারও সন্ধানে নেমেছে কাঁকসা থানার পুলিশ।এর আগেও কাঁকসার বিভিন্ন এলাকা থেকে বেআইনিভাবে বালি বোঝাই করে পাচার রুখেছিল কাঁকসা থানার পুলিশ আগামী দিনেও এলাকায় লাগাতার নজরদারী চালানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।