তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী সীমা দত্তকে সংবর্ধনা জানানোর পাশাপাশি পানাগড়ে মিত্র সংঘ ক্লাব ময়দানে আয়োজিত অনুর্ধ ১৬ ক্রিকেট প্রতিযোগিতার শুভ সূচনা করেন সীমা দত্ত।
বৃহস্পতিবার দুপুরে মিত্র সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার সূচনায় উপস্থিত ছিলেন কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল, পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস সহ ও বিশিষ্ট ক্রীড়াবিদরা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
ক্লাবের সম্পাদক উত্তম কেস জানিয়েছেন ক্রিকেট খেলার প্রতি উৎসাহ বাড়ানোর জন্য এবং তরুণ প্রজন্মকে মাঠ মুখি করতে এলাকার বিশিষ্ট ক্রীড়াবিদদের সহযোগিতায় তারা রানিং ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন। যার শুভ সূচনায় উপস্থিত ছিলেন কমনওয়েলথ গেমসের সোনাজয়ী সীমা দত্ত সহ কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল,বিশিষ্ট সমাজসেবী দেবদাস বক্সী, আলম খান সহ বিশিষ্ট জনেরা। প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশ নিয়েছে এবং প্রতিযোগিতা চলবে আগামী ১৫ দিন।