তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- 'গ্রাম জাগাও চোর তারাও বাংলা বাঁচাও' স্লোগান তুলে বামেদের পদযাত্রা অনুষ্ঠিত হলো পানাগড়ের রেল পাড়ে।বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ পানাগড় বাজারের রেলপাড় সংলগ্ন রেল গেট থেকে পদযাত্রা শুরু হয়।এদিন পদ যাত্রা সমগ্র রেলপাড় প্রদক্ষিণ করে অনুরাগপুরের জিপিটি কারখানার গেটের কাছে পদযাত্রা শেষ হয়।
কাঁকসা এক নম্বর এরিয়া কমিটির উদ্যোগে এদিন বামেদের পদযাত্রায় ১০০ দিনের কাজ চালু সহ ১০০ দিনের বকেয়া মজুরি মেটানোর দাবি তোলা হয়।পাশাপাশি দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ার দাবি সহ প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে পদযাত্রায় শতাধিক বাম কর্মী সমর্থক শামিল হন।
পাশাপাশি এদিন পদ যাত্রায় যোগ দেন সিপিআইএম এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পার্থ মন্ডল,বিরেস্বর মন্ডল, সিপিআইএম নেতা চিন্ময় নন্দী,শেখ শামসুজ্জোহা,রচিন মজুমদার,রহিম মল্লিক সহ অন্যান্যরা।