সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- দিদির সুরক্ষা কর্মসূচীতে গিয়ে বিক্ষোভের মুখে দিদির দূত। পূর্ব বর্ধমানের গলসীতে এবার বিক্ষোভের মুখে পড়লেন বিধায়ক। শনিবার গলসির কুরকুবা গ্রাম পঞ্চায়েতের জয়কৃষ্ণপুর গ্রামে যান বিধায়ক নেপাল ঘড়ুই দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে।সেখানে গ্রামবাসীরা রীতিমত বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়।বিক্ষোভের মুখে পড়ে গ্রাম থেকে ফিরে যেতে হয় বিধায়ককে।
গ্রামবাসীদের অভিযোগ,ভোটের পর এলাকায় আর দেখা যায়নি বিধায়ককে।নানান অভাব অভিযোগ করেও হয়নি সুরাহা।গ্রামের মানুষ আবাস যোজনায় বাড়ি পাননি,অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার মান খারাপ।রাস্তাঘাট বেহাল,নেই জল বলে অভিযোগ।
পাশাপাশি দলীয় কর্মীদের একাংশের অভিযোগ,গ্রামের পঞ্চায়েত সদস্যকে না জানিয়ে কর্মসূচী করতে যান বিধায়ক।এমনকি গ্রামের দলীয়কর্মীদেরও জানানো হয়নি।
গ্রামবাসী আশা লোহার ও দীপক দাসদের দাবী বিধায়কককে এলাকায় দেখা যায় না।শুধুমাত্র ব্যানার ও পোষ্টারে বিধায়কককে এলাকায় দেখা যায়।
এলাকার তৃণমূল কর্মী তথা পঞ্চায়েত সদস্যার স্বামী মন্টু লোহার বলেন,বিধায়ক এলাকার পঞ্চায়েত সদস্যকে না জানিয়ে এসেছেন। পঞ্চায়েত সদস্য বা এলাকার নেতাদের জানিয়ে এলে ভালো হত।