তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- মকর সংক্রান্তি উপলক্ষে রবিবার সকাল থেকে কাঁকসার সিলামপুরে দামোদর নদের পাড়ে মকর স্নান করার জন্য সকাল থেকেই ভিড় জমিয়েছেন ভক্তরা।কাঁকসা সহ পানাগড় ও আশেপাশের বহু গ্রামের মানুষ দামোদর নদে মকরের পূর্ণ স্নান সারেন।
যদিও আগে থেকেই দুর্গাপুর ব্যারেজ থেকে দামোদর নদে জল ছাড়ার পরিমাণ কম রাখা হয় এর ফলে দামোদর নদে জলের স্রোত তেমন না থাকলেও গোটা দামোদর নদের ঘাটের চার পাশে কড়া নজরদারিতে মোতায়ন রয়েছেন কাঁকসা থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে প্রতি বছরই মকর স্নানে কোনো না কোনো বড় দুর্ঘটনা ঘটে।যার কারণে পুলিশ গভীর জলে নামতে বারণ করে সকলকে।
গত দু'বছর করোনার জন্য তেমনভাবে মকর স্নানের ভিড় দেখা যায়নি। তবে এবছর বেলা বারার সাথে সাথেই মকর স্নানের জন্য ভিড় বাড়তে থাকে সিলামপুর সংলগ্ন দামোদর ঘাটে।