তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- ৩০০ বছর ধরে কাঁকসার সিলামপুরে অনুষ্ঠিত হয়ে আসছে শ্রীশ্রী বাউল দাসের কেন্দুলী মেলা।কবি জয়দেবের শিষ্য ছিলেন বাউল দাস। গত কয়েকশো বছর আগে কাঁকসার সিলামপুরে নিজের আখড়া তৈরি করেন। সেখানেই বসবাস করতেন বাউল দাস। পরে তিনি মারা গেলে সেখানেই তাকে সমাধিস্থ করা হয়েছিলো। গ্রামের মানুষ জানিয়েছেন স্বপ্নাদেশ পেয়ে গত ৩০০ বছর আগে এলাকায় মেলার আয়োজন করেন এলাকার মানুষ।
সেই দিন থেকে প্রতি বছরের মত আজও মহা ধুমধামে মেলার আয়োজন হয়ে আসছে। মকর সংক্রান্তির দিন বেলা বারোটা থেকে মেলা শুরু হয়। মেলা চলে সাত দিন। নানান ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মেলা প্রাঙ্গণে। এলাকার মানুষ জানিয়েছেন বহু দূর-দূরান্ত থেকে মানুষ এই মেলায় ভিড় জমান। কথিত আছে দামোদর নদে মকর সংক্রান্তির দিন পূর্ণ স্নান সেরে কেন্দুলী মেলা প্রাঙ্গণে মহাদেব ও দেবী কালির মন্দিরে পুজো দিলে অনেকেরই শরীরের রোগ সেরে যায়।
সেই বিশ্বাস নিয়েই হাজার হাজার মানুষ প্রতিবছর মেলা প্রাঙ্গণে ভিড় জমান।তবে করোনার জন্য গত দু বছর তেমন ভিড় না জমলেও এবছর মেলায় ব্যাপক ভিড় জমবে বলে আশা এলাকার মানুষের।