সংবাদদাতা,পাণ্ডবেশ্বর :- বাড়ির বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় কিশোরীর দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো পাণ্ডবেশ্বর এর কুমারডিহি কোলিয়ারি এলাকায়।
পাণ্ডবেশ্বর এর কুমারডিহি কোলিয়ারির ইসিএল কর্মী কৃষ্ণা যাদব তার স্ত্রী ও এক পুত্র কন্যা সন্তান নিয়ে বাস করতেন ইসিএল এর আবাসনে। শুক্রবার সকালে তার বাড়ির মধ্যেই উদ্ধার হয় তার মেয়ের ঝুলন্ত দেহ । বাড়ীর বাথরুমে গলায় গামছা জড়িয়ে আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান। রহস্যজনক এই মৃত্যুর পিছনে কি কারণ রয়েছে তদন্ত শুরু করছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ।
ঘটনাস্থলে পৌঁছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ মৃতদেহ নিয়ে ময়নাতদন্তে পাঠায়। মৃতা কিশোরী নাম সুহানি যাদব বয়স আনুমানিক সতেরো। সে দশম শ্রেণীর ছাত্রী বলে স্থানীয় সূত্রে জানা যায় । মৃতা কিশোরের বাবা ইসিএল কর্মী কৃষ্ণা যাদব জানান, নিজস্ব কাজে সে এলাকার বাইরে গেছিল, ফোনে খবর পেয়ে বাড়িতে ছুটে এসেই দেখেন এই ঘটনা ।
তিনি জানান এ বিষয়ে তিনি কিছুই বুঝতে পারছেন না কেন এমন ঘটনা ঘটালো সুহানি। অন্যদিকে মাধ্যমিক পরীক্ষার্থীর সুহানির এই মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবার। কৃষ্ণা বাবু জানান, সুহানি কে তার মা বা সে বকাবকিও করেনি, তবে কি কারনে এই মর্মান্তিক ঘটনা ঘটালো এটাই ভাবাচ্ছে তাদের । স্থানীয় সূত্রে জানা যায় শান্তশিষ্ট স্বভাবের ছিল সুহানি। বাড়ির বাইরে ও তাকে খুব কম দেখা যেত। মর্মান্তিক এই ঘটনায় পুরো এলাকা শোকাচ্ছন্ন।