তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় অভিযোগের ভিত্তিতে এলাকারই এক ব্যক্তিকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম লাল্টু ক্ষেত্রপাল।ধৃতের বাড়ি পানাগড়ের রেল পাড় এলাকায়।
বিজ্ঞাপন:- AIS 140 GPS TRACKER এর ডিলারশিপ এর জন্য যোগাযোগ করুন :- 79037 42316 / 62949 76213 |
জানা গেছে গত সেপ্টেম্বর মাসের ৬তারিখে পানাগড়ের রেলপাড় থেকে উত্তম বাউরি নামের এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ লাল্টু ক্ষেত্রপাল কে সোমবার রাতে রেলপার থেকে গ্রেফতার করে।
মৃতের পরিবারের অভিযোগ মৃত উত্তম বাউড়ির স্ত্রীর সাথে লাল্টুর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিলো।সেই সম্পর্ক জেনে ফেলার কারণেই উত্তম বাউরিকে হত্যা করা হয়েছে।ঘটনার তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ।