নীলেশ দাস, আসানসোল :- মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বরাকরে। কুলটি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত ঝনকপুরা এলাকার ফাকা ময়দানের পাশে রাজু রুই দাস নামক এক ব্যক্তির নিজ বাড়ি থেকে রক্তাক্ত দেহ উদ্ধার করল কুলটি থানার পুলিশ। রাজুর রক্তাক্ত দেহকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ।
বিজ্ঞাপন:- AIS 140 VLTD DEVICE এর ডিলারশীপের জন্য যোগাযোগ করুন :- 62949 76213 / 79037 42316 |
জানা যায় তার পেটে চুরির আঘাত রয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় এসিপি কুলটি সুকান্ত ব্যানার্জী, কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে। পুলিশ তদন্ত করে দেখছে খুনের সাথে কে জড়িত রয়েছে।
রাজুর মামা বজরঙ্গি রুইদাস জানান তার স্ত্রী সাবিত্রি সাথে রাজুর প্রায় অশান্তি হত। বউ ঘর থেকে চলে যেত। আজও কিন্তু রাজুর সাথে এই ঘটনা ঘটার পরেও তার বউয়ের দেখা পাওয়া যাচ্ছিলো না। এছাড়া আর কোনো কারণেই খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তিনি জানান। তিনি আরো বলেন এখন কুলটি থানার পুলিশ তদন্ত করে দেখবে কে এই খুনের সাথে জড়িত রয়েছে।