নীলেশ দাস ,আসানসোল:- রুবেলা ভ্যাকসিন নিয়ে বৈঠক পশ্চিম বর্ধমান জেলাশাসক দপ্তরে।২২৮৬ টি বেসরকারি ও সরকারি স্কুলে প্রায় ছয় লক্ষ বাচ্চাকে রুবেলা ভ্যাকসিন দেওয়া হবে একথা জানান পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুন প্রসাদ। শুক্রবার এক বৈঠক করে একথা জানান তিনি, রুবেলা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে রাজ্যজুড়ে উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকার তথা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আগামী ৯ জানুয়ারি থেকে ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত।
পাঁচ সপ্তাহব্যাপী বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে এই ভ্যাকসিন দেওয়ার কাজ চলবে বলে জানা গেছে জেলা প্রশাসন সূত্রে l ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত বাচ্চাদের। এই ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলাশাসক এস অরুন প্রসাদ l এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মোঃ ইউনুস। এছাড়াও জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন।